চর্যাপদের প্রবাদ বাক্য ৬টি। যথা:
✓ অপণা মাংসে হরিণা বৈরী (৬নং পদ- ভুসুকুপা)।
অর্থ: হরিণের মাংসই তার জন্য শত্রু।
✓ হাথে রে কাঙ্কাণ মা লোউ দাপণ (৩২নং পদ- সরহপা)।
অর্থ: হাতের কাঁকন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না।
✓ হাড়ীত ভাত নাহি নিতি আবেসী (৩৩নং পদ- ঢেগুণপা)। অর্থ: হাঁড়িতে ভাত নেই, অথচ প্রতিদিন প্রেমিকরা এসে ভীড় করে।
✓ দুহিল দুধু কি বেন্টে ধামায় (৩৩নং পদ- ঢেগুণপা)।
অর্থ: দোহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়?
✓ বর সুণ গোহালী কিমো দুট্ঠ বলন্দে (৩৯নং পদ- সরহপা)।
অর্থ: দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল।
✓ অণ চাহন্তে আণ বিণঠা (৪৪নং পদ- কঙ্কণপা)।
অর্থ: অন্য চাহিতে, অন্য বিনষ্ট।