মধ্যযুগ (১২০১-১৮০০)
মধ্যযুগের শুরুতে মুসলমানদের বাংলা বিজয়ের ফলে ১২০১-১৩৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রচলিত সংস্কৃতিতে যে বড় ধরনের পরিবর্তন ঘটে তাতে উল্লেখযোগ্য সাহিত্য রচিত হয়নি বলে এ সময়কালকে সাহিত্যে অন্ধকার যুগ বলে। ১৩৫০ সালের পরবর্তী সময়ে বাংলা কাব্যের দুটি প্রধান ধারা পরিলক্ষিত হয়। একটি হলো কাহিনীকাব্য; অপরটি হলো গীতিকাব্য। প্রথম ধারার কাহিনী 1 কাঠামোর মধ্যে সংগীতধর্মিতা লক্ষণীয়। দ্বিতীয় ধারার প্রধান লক্ষণ সংগীতধর্মিতা ও ভাবধর্মিতা। মধ্যযুগের প্রথম কাব্য 'শ্রীকৃষ্ণকীর্তন' এবং শ্রেষ্ঠ কাব্য 'বৈষ্ণব পদাবলি'।
গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর
প্র. মধ্যযুগের সময়কাল কত?
উ. ১২০১-১৮০০ খ্রিষ্টাব্দ।
প্র. মধ্যযুগের কাব্যের প্রধান ধারা কয়টি?
উ. ৪টি। যথা:
প্র. মধ্যযুগের কোন সময়কে বাংলা সাহিত্যের স্বর্ণালি সময় বলা হয়?
উ. মোগল যুগ।
চৈতন্যদেবের জীবনী ভিত্তিক যুগবিভাগ
মুসলিম শাসনামল ভিত্তিক যুগবিভাগ
ড. মুহম্মদ শহীদুল্লাহ মধ্যযুগকে দুই ভাগে ভাগ করেছেন। যথা: