মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক

মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক

প্র. মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন কারা? 

উ. পাঠান শাসকবর্গ।

প্র. মধ্যযুগে বাংলা সাহিত্যের স্বর্ণালি সময়কাল কোনটি? 

উ. মোঘল যুগ।

প্র. বাংলা সাহিত্যে পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত কে? 

উ. আলাউদ্দিন হোসেন শাহ।

প্র. বাহরাম খানকে 'দৌলত উজির' উপাধি প্রদান করেন কে? 

উ. নৃপতি নেজাম শাহ সুর।

প্র. কবি হাফিজকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন কে? 

উ. গিয়াসউদ্দিন আযম শাহ।

প্র. সম্রাট আকবরের সভাকবি কে ছিলেন? 

উ. আবুল ফজল। তাঁর লেখা বিখ্যাত গ্রন্থ 'আইন-ই-আকবরী'।

প্র. আরাকান রাজসভার উল্লেখযোগ্য কবি কারা? 

উ. দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আবদুল করিম খন্দকার।

প্র. কৃষ্ণনগর রাজসভার কবি কে ছিলেন? 

উ. ভারতচন্দ্র রায়গুণাকর।

 

মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় রচিত কাব্যসমূহের তালিকা:
সুলতানকবিকাব্য
গিয়াসউদ্দিন আযম শাহশাহ মুহম্মদ সগীরইউসুফ জোলেখা
জালালউদ্দিন মুহম্মদ শাহকৃত্তিবাসরামায়ণ
রুকনউদ্দিন বরবক শাহমালাধর বসুশ্রীকৃষ্ণবিজয়
শামসুদ্দীন ইউসুফ শাহজৈনুদ্দীনরসুল বিজয়
আলাউদ্দীন হোসেন শাহবিপ্রদাস পিপিলাইমনসাবিজয়
বিজয়গুপ্তমনসামঙ্গল
যশোরাজ খানশ্রীকৃষ্ণমঙ্গল (ব্রজবুলি ভাষায় রচিত)
নাসিরুদ্দীন নুসরত শাহবিদ্যাপতিকীর্তিলতা', 'কীর্তিপতাকা', 'পুরুষপরীক্ষা', 'শৈবসর্বস্বসার', 'বিভাগসার'
কবীন্দ্র পরমেশ্বরমহাভারত
Reference: অগ্রদূত বাংলা