প্রশ্ন। বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় কবে?
উত্তর। উনিশ শতকে। ড. সুকুমার সেন বাংলা গদ্য সাহিত্যের উদ্ভব ও বিকাশ কালকে ৪ ভাগে ভাগ করেছেন। যথা:
প্রশ্ন। বাংলা গদ্যসাহিত্যের প্রাথমিক নিদর্শন কোনটি?
উত্তর। ১৫৫৫ খ্রিষ্টাব্দে আসামের রাজাকে কোচবিহারের রাজার একটি পত্রকে প্রাথমিক নিদর্শন ধরা হয়।
প্রশ্ন। বাংলা গদ্যসাহিত্যের প্রাথমিক প্রচেষ্টা কোনটি?
উত্তর। ১৭৪৩ সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত ঢাকার ভূষণার জমিদারপুত্র দোম আন্তোনিও রচিত 'ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ'। এটি বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ।
প্রশ্ন। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
উত্তর। মনোএল দা আসসুম্পসাঁওয়ের রোমান লিপিতে লেখা 'কৃপার শাস্ত্রের অর্থভেদ'। তাঁর রচিত অন্য বইটি হলো 'ভোকাবুলারিও এম ইদিওমা বেনগোল্লা ই পোরতুগিজ' (১৭৪৩)।
প্রশ্ন। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ কোনটি?
উত্তর। ১৮০০ সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে মুদ্রিত মথি রচিত 'মিশন সমাচার'।