প্রবন্ধ

প্রবন্ধ

ব্যক্তির চিন্তা যখন সুসংহত গদ্য কাঠামো পায় এবং বিভিন্ন যুক্তি দ্বারা তা প্রতিষ্ঠিত হয় তাকে প্রবন্ধ বলে। প্রবন্ধের সূচনা হয় উনিশ শতকের মাঝামাঝিতে। বাংলা প্রবন্ধ সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত ফোর্ট উইলিয়াম কলেজ।

 

গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর

প্র. প্রবন্ধ কী?

উ. কোনো বিষয়ের ওপর বুদ্ধিভিত্তিক আলোচনাই প্রবন্ধ।

প্র. বাংলা প্রবন্ধধারার প্রবর্তক কে?

উ. রাজা রামমোহন রায়

প্র. কথ্যরীতিতে প্রথম প্রবন্ধ রচয়িতা কে?

উ. প্যারীচাঁদ মিত্র।

প্র. প্রথম সমাজসংস্কারমূলক প্রবন্ধ রচয়িতা কে?

উ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্র. বাংলা প্রবন্ধ সাহিত্যে প্রথম জীবনচরিত কোনটি?

উ. রামরাম বসুর 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১)। এটি বাঙালির লেখা, বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত গ্রন্থ।

Reference: অগ্রদূত বাংলা