বাংলা কাব্য ও কবিতা

বাংলা কাব্য ও কবিতা

প্রশ্ন. বাংলা সাহিত্যে আধুনিক যুগের প্রথম কবি কে?

উত্তর. ঈশ্বরচন্দ্র গুপ্ত।

প্রশ্ন. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?

উত্তর. চন্দ্রাবতী। মধ্যযুগের কবি চন্দ্রাবতী ছিলেন কিশোরগঞ্জ অঞ্চলের এবং তাঁর পিতার নাম দ্বিজ বংশীদাস।

প্রশ্ন. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?

উত্তর. স্বর্ণকুমারী দেবী।

প্রশ্ন. আধুনিক যুগের বাংলা সাহিত্যের প্রথম কাব্য কোনটি?

উত্তর. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মিনী উপাখ্যান’ (১৮৫৮)।

প্রশ্ন. বাংলা কবিতার ছন্দের জাদুকর কে?

উত্তর. সত্যেন্দ্রনাথ দত্ত।

প্রশ্ন. বাংলা কাব্যে আধুনিক যুগের প্রবর্তক কে?

উত্তর. মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্ন. বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী প্রধান কাব্য কোনটি?

উত্তর. ‘অগ্নিবীণা’ (১৯২২)।

প্রশ্ন. বাংলা সাহিত্যের প্রথম জীবনীকাব্য কোনটি?

উত্তর. ‘শ্রীচৈতন্যভাগবত’।

প্রশ্ন. বাংলা সাহিত্যের প্রাচীনতম ধারা কোনটি?

উত্তর. কবিতা। কবিতা দুই প্রকার। যথা: ১. তন্ময় কবিতা, ২. মন্ময় কবিতা।

প্রশ্ন. Ode কী?

উত্তর. Ode অর্থ গাথা বা গান বা স্তোত্র বা প্রাচীন গ্রিক কবিতা যা গ্রিক সাহিত্য হতে উদ্ভূত। প্রাচীনকালে গ্রীসে রঙ্গমঞ্চে কোরাসে বিভিন্ন সুরে নানা অঙ্গভঙ্গি দ্বারা সংগীত ও নাচের মাধ্যমে যে গান গাওয়া হতো তাকে Ode বলা হতো। বর্তমানকালে প্রশস্তিমূলক গীতিকবিতায় কোন গম্ভীর বিষয়বস্তু বা উপাদানের মাধ্যমে কবির মনের অনুভূতির ভাবমূর্তির প্রকাশকে স্তোত্র কবিতা নামে আখ্যায়িত করা হয়।  

প্রশ্ন. বাংলা কাব্যে প্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফারসি শব্দ ব্যবহার করেন কে?

উত্তর. মোহিতলাল মজুমদার এবং পরবর্তীতে কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন. আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি কে?

উত্তর. বিহারীলাল চক্রবর্তী।

প্রশ্ন. বাংলা কবিতায় মুক্তক ছন্দের প্রবর্তক কে?

উত্তর. কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন. বাংলা সাহিত্যের ছান্দসিক কবি কে?

উত্তর. আবদুল কাদির।

প্রশ্ন. প্রথম ইংরেজি কবিতা বাংলায় অনুবাদ করেন কে?

উত্তর. টি.এস এলিয়টের ইংরেজি কবিতা প্রথম বাংলায় অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এর মাধ্যমে বাঙালি কবিদের আধুনিক কবিতার সাথে পরিচয় ঘটে।

প্রশ্ন. ত্রিশের দশকের কবি কারা? / বাংলা ভাষায় যাঁরা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন, তাঁদের মধ্যে পাঁচজন প্রধান। এই পাঁচজন কবির নাম লিখুন। (৩৮তম বিসিএস লিখিত)

উত্তর. বাংলা সাহিত্যে আধুনিক কবিতার স্রষ্টাদের আধুনিক কবি এবং ‘পঞ্চপাণ্ডব’ বলা হয়। জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত এবং অমিয় চক্রবর্তীকে ‘পঞ্চপাণ্ডব’ এবং ত্রিশের দশকের কবি বলে। শামসুর রাহমান, সমর সেনকে বলা হয় অতি আধুনিক কবি।

Reference: অগ্রদূত বাংলা