জ্যোতির্বিজ্ঞান

জ্যোতির্বিজ্ঞান বিজ্ঞানের এমন একটি শাখা যাতে মহাবিশ্বে অবস্থিত সকল বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন মহাবিশ্বে ভ্রাম্যমাণ জ্যোতিষ্ক বিষয়ক বিজ্ঞান। জ্যোতিষ্কসমূহের ইংরেজি নাম Heavenly bodies । বস্তুসমূহের উৎপত্তি, বিবর্তন, গঠন, দূরত্ব এবং গতি নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান বা Astronomical bodies বা স্বর্গীয় বস্তু । প্রাচীনকালে মানুষেরা আকাশকেই স্বর্গ মনে করতে, তাই আকাশে বিদ্যমান সববস্তুকে স্বর্গীয় বস্তু বলতো। জ্যোতির্বিজ্ঞান আর জ্যোতিষশাস্ত্র এক নয়। জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞদের বলা হয় জ্যোতির্বিজ্ঞানী (Astronomer) আর জ্যোতিষশাস্ত্রবিশারদকে বলে জ্যোতিষী (Astrologer)।

  • টলেমি (Ptolemy) ছিলেন একজন বিখ্যাত রোমান গণিতবিদ ও জ্যোতির্বিদ। ১০০ খ্রিষ্টাব্দে মিশরের আলেকজান্দ্রিয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বিখ্যাত গ্রন্থ ‘Almagest’।
  • মেঘনাদ সাহা (১৮৯৩- ১৯৫৬ খ্রি.) সংক্ষেপে এম. এন সাহা ছিলেন একজন বাঙালি জ্যোতির্পদার্থবিজ্ঞানী (Astrophysicist)। তিনি পদার্থবিজ্ঞানে থার্মালআয়নাইজেশন (Thermal ionization) তত্ত্বের প্রতিষ্ঠাতা হিসাবে বিখ্যাত। তাঁর আবিষ্কৃত সাহা আয়োনাইজেসন সমীকরণ (Saha ionization equation) নক্ষত্রের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী ব্যাখ্যায় ব্যবহৃত হয় ।
  • জামাল নজরুল ইসলাম (১৯৩৯ - ২০১৩ খ্রি.) বাংলাদেশের একজন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী। তাঁর জন্ম ঝিনাইদহ শহরে। তিনি মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য খ্যাতি লাভ করেন। তাঁর বিখ্যাত গ্রন্থ 'The Ultimate Fate of the Universe'(১৯৮৩ খ্রি.) কেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস থেকে প্রকাশিত হলে বিজ্ঞানী মহলে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়।
Reference: MP3 বিজ্ঞান