হ্রদ

হ্রদ (Lake/Inland Sea)

  • কাম্পিয়ান সাগর লবণাক্ত পানির হ্রদ। আয়তনে এটি বিশ্বের বৃহত্তম হ্রদ। কাম্পিয়ান সাগরের তীরবর্তী রাষ্ট্রসমূহ আজারবাইজান রাশিয়া, কাজাকিস্তান, তুর্কিমেনিস্তান, ইরান।
  • গ্রেট লেকস হলো- সুপিরিয়র, হুরন, মিসিগান, অন্টারিও এবং ইরি। যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থিত এই ৫টি সেকসকে একত্রে মোট লেকস বলে। সুপিরিয়র বিশ্বের বৃহত্তম সুপেয় পানির হ্রদ।
  • মৃত সাগর (Dead Sea) জর্ডান-ইসরায়েল সীমান্তে অবস্থিত। সমুদ্র পৃষ্ঠ থেকে ৪২০ মিটার নিচে এটি পৃথিবীর নিম্নতম স্থলভূমি। লবণাক্ততার মাত্রা অত্যধিক হওয়ায় একে 'লবণ সাগর'ও বলা হয়। এই সমুদ্রে সব দ্রব্য ভেসে থাকে মানুষ অনায়াসে গা ভাসিয়ে থাকতে পারে।
  • বৈকাল বিশ্বের গভীরতম হ্রদ। হ্রদটি রাশিয়ায় (সাইবেরিয়া) অবস্থিত ।
Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক