সংস্কৃতি ও সভ্যতা (Culture & Civilization)
মানুষ যেভাবে জীবনযাপন করে, যেষয় জিনিস ব্যবহার করে, সে সব আচার অনুষ্ঠান পালন করে, যা কিছু সৃষ্টি করে, সব নিয়েই তার সংস্কৃতি। খাদ্য বাসস্থান, পোশাক, অলংকার, উৎসব, গীতিবাদ্য, নৃত্য প্রভৃতি সংস্কৃতির অংশ।
মানুষের অনবরত চেষ্টার ফলে বিজ্ঞান ও কলাকৌশলগত (প্রযুক্তিগত) নতুন নতুন আবিষ্কার ঘটে। সংস্কৃতির এ উন্নতির অবস্থাকে বলে সভ্যতা। আগুন ও হাতিয়ার ব্যবহারের ফলে মানুষের সভ্যতার সূচনা হয়। প্রাচীন সভ্যতার অভ্যুদয় ঘটে এশিয়া ও আফ্রিকা মহাদেশে। কয়েকটি নদীর অববাহিকা ছিল প্রাচীন সভ্যতার পীঠস্থান।
ম্যাকাইভার বলেন , "Culture is what we are and Civilization in what we use or have"