ধর্মযুদ্ধ (Crusade)
জেরুজালেম শহরটি মুসলমান, খ্রিষ্টান এবং ইহুদি তিনটি ধর্মের জন্যই পবিত্র স্থান। ক্রসেড শব্দটি দ্বারা মূলত ধর্মীয় যুদ্ধকে বোঝান হয়। সাধারণভাবে বিশ্ব ইতিহাসে ক্রসেড বলতে পবিত্র ভূমি অর্থাৎ জেরুজালেম এবং কন্সটান্টিনোপলের অধিকার নেওয়ার জন্য ইউরোপের খ্রিষ্টানদের সম্মিলিত শক্তি মুসলমানদের বিরুদ্ধে ১০৯৫ থেকে ১২৯১ সাল পর্যন্ত যে যুদ্ধ অভিযান পরিচালনা করে সেগুলোকে বোঝায়।