ইউরোপে রাজতন্ত্রের প্রতিষ্ঠা

ইউরোপে শক্তিশালী রাজতন্ত্রের প্রতিষ্ঠা

সামন্ত যুগের শেষ দিকে ষোড়শ শতকে ইউরোপে কয়েকটি শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় । নিরুস্কুশ রাজতন্ত্রে ঐসব দেশের জাতীয় ঐক্যকের সুদৃঢ় করে । ইংল্যান্ড , ফ্রান্স , স্পেন , অস্টিয়া , প্রুশিয়া , রাশিয়া এগুলোর মধ্যে অন্যতম । 

ইংল্যান্ড

ফ্রান্স ও ইংল্যান্ড ছিল ঐতিহ্যগতভাবে শত্রুভাবাপন্ন দেশ এবং দীর্ঘ একশত বছর (১৩৩৭ ১৪৫৩ খ্রি.) এরা একে ১. অপরের বিরুদ্ধে যুদ্ধ করে। এরপর সিংহাসনের উত্তরাধিকার দ্বন্দ্ব সংঘাতের ফল স্বরূপ ইংল্যান্ডে 'গোলাপ যুদ্ধ' (Wars of the Roses) এর শুরু হয়। ৩০ বছরব্যাপী (১৪৫৫-৮৫ খ্রি.) এ গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত হয় ইংল্যান্ড। যুদ্ধের এক পক্ষে ছিলো ইয়র্কশায়ারবাদীরা (সাদা গোলাপ) এবং অন্যপক্ষে ল্যাংকাশায়ারবাদীগণ (লাল গোলাপ)। গৃহযুদ্ধের শেষে সিংহাসনে আরোহণ করেন সপ্তম হেনরি টিউডর। তিনি ইংল্যান্ডের রাজনৈতিক সকল অনৈক্য ও অশান্তি দূর করে একটি শক্তিশালী রাজতন্ত্রের সূচনা ঘটান। শক্তিশালী রাজতন্ত্রের যুগে ইংল্যান্ডের টিউটর রাজবংশের উত্থান এক যুগান্তকারী ঘটনা ।

ফ্রান্স 

ফ্রান্সের ইতিহাসে বুরবো রাজবংশের উত্থান এক যুগান্তকারী ঘটনা। চতুদর্শ লুই এর রাজত্বকাল অভ্যন্তরীণ এবং ইউরোপীয় রাজনীতিতে ফরাসি প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিলো। রাজশক্তি এতই বৃদ্ধি পায় যে চতুর্দশ লুই ঘোষণা করেন "আমিই রাষ্ট্র" ( I am the state)। সেন্ট অগাস্টিন, সেন্ট এক্যুইনাস, ফিলমা চতুর্দশ লুই রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐশী মতবাদের ৪. সমর্থক ছিলেন। তাঁরা বিশ্বাস করতেন, বিধাতা স্বয়ং রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং রাজা তাঁর প্রতিনিধি। রাজা কেবলমাত্র বিধাতার কাছেই দায়বদ্ধ থাকবে, অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে নয় । 

রাশিয়া

রাশিয়ার সম্রাটদের জার বলা হতো। রাশিয়ার ইতিহাসে সবচাইতে বিখ্যাত ব্যক্তি ছিলেন পিটার দ্য গ্রেট। ১৭০৩ সালে সেন্ট পিটার্সবার্গে তিনি রাশিয়ার নতুন রাজধানী স্থাপন করেন। প্রথম পিটার-এর আমলেই রাশিয়া অবস্থান: ক্রেমলিন, রাশিয়া কার্যত মধ্যযুগীয় অন্ধকার থেকে আধুনিক যুগে প্রবেশ করে। সেন্ট পিটার্সবার্গ শহরটির নাম ১৯১৪ সালে পেট্রোমাড করা হয়। ১৯২৪ সালে পেট্রোগ্রাডের নাম লেলিনগ্রাড করা হয় এবং ১৯৯১ সালে পুনরায় সেন্ট পিটার্সবার্গ নামটি ফিরিয়ে আনা হয়।

 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক