ভৌগোলিক উপনাম

ভৌগোলিক উপনাম

প্রকৃত নামউপনাম
বাংলাদেশভাটির দেশ/নদীমাতৃক দেশ/সোনালী আঁশের দেশ
চট্টগ্রামবাংলাদেশের প্রবেশদ্বার/বাণিজ্যিক রাজধানী/বারো আউলিয়ার শহর
বরিশালবাংলার শস্যভাণ্ডার/বাংলার ভেনিস
কুয়াকাটা (পটুয়াখালী)সাগরকন্যা
সিলেট৩৬০ আউলিয়ার আবাসভূমি
নারায়ণগঞ্জপ্রাচ্যের ড্যান্ডি
পঞ্চগড়হিমালয়ের কন্যা (এই জেলা থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্কা দেখা যায়)
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী