বাংলাদেশের সীমানা
বাংলাদেশের সীমানা
- বাংলাদেশের সাথে ভারত ও মায়ানমার এই ২টি দেশের সীমান্ত সংযোগ রয়েছে।
- বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩২টি।
- ভারতের সাথে সীমান্তবর্তী জেলা ৩০টি।
- মায়ানমারের সাথে সীমান্ত জেলা ৩টি হলো- কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান।
- সীমান্তবর্তী বান্দরবান ও কক্সবাজার জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই।
- ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে সীমান্তবর্তী একমাত্র জেলা রাঙ্গামাটি।
- ঢাকা ও বরিশাল বিভাগের সাথে কোনো দেশের সীমান্ত সংযোগ নেই।
- ময়মনসিংহ ও সিলেট বিভাগের সবগুলো জেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে।
- চট্টগ্রাম বিভাগের সাথে মিয়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে। মায়ানমারের চিন প্রদেশ ও রাখাইন প্রদেশের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে।
- বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি। যথা- পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়।
- ভারতের সেভেন সিস্টার্স খ্যাত রাজ্যগুলো হলো আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল ও ত্রিপুরা।
- সেভেন সিস্টার্সের মণিপুর, নাগাল্যান্ড ও অরুনাচল রাজ্যগুলো বাংলাদেশের সীমান্তসংলগ্ন নয়।
- বাংলাদেশের ভৌগোলিক সীমানা ভারতের ১১১টি ছিটমহল অন্তর্ভুক্ত হয়েছে।
- বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপলের সংলগ্ন ভারতীয় অংশের নাম পেট্রাপোল।
- বাংলাদেশ ও মায়ানমারের মধ্যবর্তী আলোচিত একটি সীমান্ত অঞ্চল হলো মংডু।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী