রামসার' সাইট হিসেবে স্বীকৃত দেশের দ্বিতীয় বৃহত্তম হাওড় হলো টাঙ্গুয়ার হাওর।
•জেনে রাখা ভালো রামসার কনভেনশন হলো বিশ্বব্যাপী জৈবপরিবেশ (বিশেষত জলাভূমি) রক্ষার একটি সম্মিলিত প্রয়াস যা ১৯৭১ সালে ইরানের রামসারে সাক্ষরিত হয়। এটি Convention of Wetlands নামেও পরিচিত। বাংলাদেশে দুটি রামসার এলাকা রয়েছে। একটি সুন্দরবন ও অপরটি টাঙ্গুয়ার হাওর।
টাঙ্গুয়ার হাওর একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা।
টাঙ্গুয়ার হাওর 'নয় কুড়ি কান্দা ছয় কুড়ি বিল' নামে পরিচিত।