বাংলাদেশের বিল ও হ্রদ
বাংলাদেশের বিল ও হ্রদ
- বাংলাদেশের বৃহত্তম বিল চলন বিল, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলায় অবস্থিত। এর আয়তন ৩৬৮ বর্গ কি.মি.।
- চলনবিলের অধিকাংশ এলাকা পাবনা জেলায় অবস্থিত।
- চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আত্রাই নদী।
- খুলনা জেলার ডুমুরিয়ায় বিল ডাকাতিয়া অবস্থিত যা পশ্চিমা বাহিনীর নদী নামে পরিচিত।
- সিলেট জেলায় তামাবিল অবস্থিত। * যশোর জেলায় ভবদহ বিল অবস্থিত।
- মুন্সিগঞ্জে আডিয়াল বিল অবস্থিত।
- প্রান্তিক হৃদ বান্দরবানে অবস্থিত, আয়তন ২৫ একর।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী