রণসঙ্গীত
রণসঙ্গীত
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা ও সুরকার।
- বাংলা ১৩৩৫ সালে 'শিখা' পত্রিকায় নতুনের গান শিরোনামে বাংলাদেশের রণসঙ্গীত প্রথম প্রকাশিত হয়।
- উৎসব অনুষ্ঠানে রণসঙ্গীতের ২১ চরণ বা লাইন বাজানো হয়।
- বাংলাদেশের রণসঙ্গীত কাজী নজরুল ইসলামের সন্ধ্যা কার্বগ্রন্থের অন্তর্ভুক্ত।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী