লিখিত উপাদান

লিখিত উপাদান

✓ ইতিহাসের লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, ঐতিহাসিক বিবরণ, দলিলপত্র, সরকারি নথি, চিঠিপত্র, প্রাচীন পাণ্ডুলিপি, সন্ধি-চুক্তি, দেশি-বিদেশি পর্যটকদের বিবরণ প্রভৃতি।

✓ ঐতিহাসিক গ্রন্থসমূহ ইতিহাসের গুরুত্বপূর্ণ লিখিত উপাদান। যেমন-

  • কৌটিল্যের 'অর্থশাস্ত্র'
  • কলহনের 'রাজতরঙ্গিনী'
  • মিনহাজ-উস-সিরাজের 'তবকাত-ই-নাসিরী'
  • আবুল ফজলের 'আইন-ই-আকবরী'
  • গোলাম হোসেন সলীমের 'রিয়াজ আস সালাতিন'

✓ দেশি-বিদেশি সাহিত্যকর্ম থেকেও তৎকালীন সময়ের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এরকম কিছু গ্রন্থ হলো-

  • মহাকাব্য-রামায়ণ, মহাভারত ও পুরাণ
  • সন্ধাকর নন্দীর 'রামচরিত'
  • কালিদাসের 'মেঘদূত'
  • বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী'

✓ বিখ্যাত পরিব্রাজকদের ভ্রমণ বিষয়ক গ্রন্থসমূহও ইতিহাসের লিখিত উপাদান। যেমন-

  • মেগাস্থিনিসের ইন্ডিকা (এ গ্রন্থে উপমহাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করা হয়)
  • ফা-হিয়েনের ফো-কুয়ো-কি
  • হিউয়েন সাং এর সি-ইউ-কি

✓ ঐতরেয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়।

✓ আবুল ফজল আইন-ই-আকবরীতে দেশবাচক বাংলা শব্দ ব্যবহার করেন।

Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী