বঙ্গ

বঙ্গ

  • ‘বঙ্গ’ একটি প্রাচীন জনপদ।
  • বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এ জনপদ গড়ে উঠেছিল।
  • ধারণা করা হয় এখানে ‘বঙ্গ’ বলে একটি জাতি বাস করতো। তাই জনপদটি ‘বঙ্গ’ নামে পরিচিত হয়।
  • ‘বাঙালি’ জাতির উৎপত্তি ঘটেছিল ‘বঙ্গ’ থেকে।
  • প্রাচীন শিলালিপিতে বঙ্গের যে দুইটি অঞ্চলের নাম পাওয়া যায় তা হলো একটি ‘বিক্রমপুর’ আর অন্যটি ‘নাবা’। বর্তমান বৃহত্তর ঢাকা, বাকেরগঞ্জ ও বৃহত্তর বরিশালের পটুয়াখালীর নিচু জলাভূমি এ নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী