গৌড়
গৌড়
- ষষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে গৌড় রাজ্য বলে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায়।
- সপ্তম শতকে শশাঙ্ককে গৌড়রাজ বলা হতো।
- এ সময় গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ।
- বর্তমান মুর্শিদাবাদ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় গৌড়ের অবস্থান ছিল।
- বাংলার মুসলমানদের বিজয়ের কিছু আগে মালদহ জেলার লক্ষণাবতীকেও গৌড় বলা হতো।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী