আলেকজান্ডারের ভারত আক্রমণ

আলেকজান্ডারের ভারত আক্রমণ 

  • ৩২৭ থেকে ৩২৬ খ্রিষ্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন।
  • নন্দবংশীয় রাজা মগধাদি।
  • গ্রিক লেখকদের বর্ণনা অনুযায়ী আলেকজান্ডারের আক্রমণের সময় বাংলার রাজা ছিলেন পাটালিপুত্রের নন্দবংশীয় রাজা মগধাদি।
  • তাঁরা সবাই ব্রাহ্মণ ছিলেন।
  • গ্রিক লেখকদের বর্ণনায় বাংলাদেশে 'গঙ্গারিডাই' নামে একটি শক্তিশালী রাজ্য ছিল।
  • খ্রিষ্টপূর্ব ৪র্থ শতকে ভাগীরথী ও পদ্মার মধ্যবর্তী অঞ্চলে গঙ্গারিডই জাতির বাস ছিল।
  • খ্রিষ্টপূর্ব ৩২৩ অব্দে আলেকজান্ডার ভারত ত্যাগ করেন।
  • আলেকজান্ডারের আক্রমণের সময় থেকে ভারতের প্রকৃত ইতিহাস পাওয়া যায়।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী