স্বাধীন গৌড় রাজ্য

স্বাধীন গৌড় রাজ্য

  • উত্তর বাংলা-পশ্চিম বাংলার উত্তরাংশ ও মগধ ষষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে গৌড় জনপদ নামে পরিচিতি লাভ করে।
  • পুরুষানুক্রমিক সংঘর্ষ এবং বিদেশি আক্রমণের ফলে বাংলায় গুপ্তবংশীয় রাজাগণ দুর্বল হয়ে পড়ে।
  • ৫৯৪ খ্রিষ্টাব্দের গোড়ার দিকে সামন্তরাজা শশাঙ্ক গৌড়ের ক্ষমতা দখল করে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী