রাজা শশাঙ্ক

রাজা শশাঙ্ক

  • সপ্তম শতকে বাংলার ইতিহাসে শশাঙ্ক একটি বিশিষ্ট নাম।
  • গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসককে 'মহাসামন্ত' বলা হতো।
  • শশাঙ্ক গুপ্ত রাজা মহাসেনগুপ্তের একজন মহাসামন্ত ছিলেন।
  • শশান্ত ছিলেন গৌড় অঞ্চলের স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা।
  • শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ।
  • শশাঙ্ক প্রাচীন বাংলার ইতিহাসে প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম সার্বভৌম শাসক।
  • তার মৃত্যুর পর বাংলায় যোগ্য শাসকের অভাবে প্রায় একশ বছর অরাজকতা ও বিশৃঙ্খলা ছিল।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী