ধর্মপাল
ধর্মপাল
- গোপালের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন তাঁর পুত্র ধর্মপাল (৭৮১-৮২১ খ্রিষ্টাব্দ)।
- পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন ধর্মপাল।
- বাংলা ও বিহারব্যাপী তাঁর শাসন প্রতিষ্ঠিত ছিল।
- ধর্মপাল বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন।
- তিনি পরমেশ্বর, পরমভট্টারক ও মহারাজাধিরাজ উপাধি ধারণ করেছিলেন।
- তাঁর দ্বিতীয় উপাধি বিক্রমশীল অনুসারে 'বিক্রমশীল বিহার' নির্মাণ করেন। নালন্দার মতো বিক্রমশীল বিহারও ভারতবর্ষের সর্বত্র ও বাইরে প্রসিদ্ধ ছিল।
- ধর্মপাল নওগাঁ জেলার পাহাড়পুর নামক স্থানে সোমপুর বিহার নামের বিশাল বিহার নির্মাণ করেন।
- সোমপুর বিহার জাতিসংঘের ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ এর স্বীকৃতি লাভ করেছে। এখন পর্যন্ত আবিষ্কৃত হওয়া ভারতবর্ষের সবচেয়ে বড় বিহার সোমপুর বিহার।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী