সেন বংশ

সেন বংশ

  • সামন্ত সেন ছিলেন বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা। তিনি দক্ষিণাত্যের কর্ণাট থেকে বৃদ্ধ বয়সে বাংলায় আসেন।
  • সামন্ত সেনের পুত্র হেমন্ত সেনকে সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয়।
  • সেন বংশের রাজারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী।
  • বিজয় সেন (১০৯৮-১১৬০ খ্রি.) ছিলেন সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা।
  • বিজয় সেন বারো শতকের দ্বিতীয় ভাগে পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটিয়ে বাংলার সেন বংশের শাসন প্রতিষ্ঠা করেন।
  • বিজয় সেন সামন্তরাজা থেকে নিজেকে স্বাধীনরূপে প্রতিষ্ঠিত করেছিলেন।
  • বাংলায় সেন বংশ ১২৩০ খ্রিষ্টাব্দ পর্যন্ত শাসন করে।
  • বিজয় সেন সেন বংশের সবচেয়ে দীর্ঘমেয়াদী শাসক ছিলেন।
  • বিজয় সেনের প্রথম রাজধানী ছিল হুগলী জেলার ত্রিবেণীতে অবস্থিত বিজয়পুরে। তিনি মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে দ্বিতীয় রাজধানী স্থাপন করেন।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী