পন্ডিত বিল্লাল সেন

পণ্ডিত বল্লাল সেন

  • সুপণ্ডিত বল্লাল সেন বিজয় সেনের পর সেন বংশের গুরুত্বপূর্ণ শাসক ছিলেন।
  • বল্লাল সেন 'দানসাগর' ও 'অদ্ভূতসাগর' (অসমাপ্ত) নামে দুটি গ্রন্থ রচনা করেন।
  • বল্লাল সেন হিন্দু সমাজকে নতুন করে গঠন করার উদ্দেশ্যে 'কৌলীন্য প্রথা' প্রবর্তন করেছিলেন।
  • বল্লাল সেনের একটি বিরাট গ্রন্থাগার ছিল।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী