সুলতান কুতুবুদ্দিন আইবেক

সুলতান কুতুবুদ্দীন আইবেক (১২০৬-১২১০)

  • সুলতান কুতুবুদ্দীন আইবেক ভারতবর্ষে মুসলিম শাসনের প্রকৃত ভিত প্রতিষ্ঠা করেন।
  • তিনি ছিলেন গজনীর সুলতান মুহম্মদ ঘুরীর ক্রীতদাস এবং পরবর্তী সেনাপতি হন।
  • ১২০৬ খ্রিষ্টাব্দে মুহম্মদ ঘুরী প্রাণত্যাগ করলে কুতুবউদ্দিন ভারতবর্ষের সম্রাট হন।
  • তিনি 'পীর কুতুবদ্দীন বখতিয়ার কাকী (রহ.)' এর স্মরণে 'কুতুব মিনার' নির্মাণ কাজ শুরু করেন। 
  • দানশীলতার জন্য তাকে 'লাখবক্স' উপাধি প্রদান করা হয়।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী