সুলতান নাসির উদ্দিন মাহমুদ (১২৪৬-১২৬৬)
- নাসিরউদ্দিন মাহমুদ ছিলেন মামলুক রাজবংশের ৮ম সুলতান।
- নাসিরউদ্দিন বাংলার শাসক সুলতান ইওয়াজ খলজিকে পরাজিত করে বাংলা দিল্লি সালতানাতের অধিভুক্ত করেন।
- ১২৬৬ সালে নাসিরউদ্দিন মাহমুদের শ্বশুর গিয়াস উদ্দিন বলবন সিংহাসনে আরোহন করেন।
- তিনি সরল ও অনাড়ম্বর জীবনযাপনের জন্য ফকির বাদশাহ নামে পরিচিত ছিলেন
- সুলতান নাসিরউদ্দিন মাহমুদ কুরআন অনুলিপি ও টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন।