বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ

বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দিন মুবরাক শাহ (১৩৩৮-১৩৪১ খ্রি.)

  • দিল্লির সুলতানগণ ১৩৩৮ থেকে ১৫৩৮ সাল পর্যন্ত ২০০ বছর বাংলাকে অধীকারে রাখতে পারেনি। 
  • ফখরুদ্দিন মুবারক শাহ এ সময় বাংলাতে এ স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন।  
  • ফখরুদ্দিন মুবারক শাহ ছিলেন সোনারগাঁও এর শাসনকর্তা বাহরাম খানের বর্মরক্ষক। 
  • ১৩৩৮ সালে বাহ্রাম খানের মৃত্যু হলে ফখরুদ্দিন মুবারক শাহ স্বাধীনতা ঘোষণা করে সোনারগাঁওয়ের সিংহাসনে বসেন। 
  • ফখরুদ্দিন মুবারক শাহ নিজ নামে মুদ্রা প্রচলন করেছিলেন। 
  • তাঁর মুদ্রায় খোদিত তারিখ থেকে ধারণা করা হয় তিনি ১৩৩৮ থেকে ১৩৪৯ সাল পর্যন্ত বাংলা শাসন করেন। 
  • ফখরুদ্দিনের মৃত্যুর পরে সোনারগাঁও এর সিংহাসনে বসেন তার পুত্র ইখতিয়ার উদ্দিন গাজি শাহ। 
  • ইখতিয়ার উদ্দিন গাজি শাহ রাজত্ব করেন ১৩৪৯ থেকে ১৩৫২ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী