স্বাধীন সুলতানি যুগের অবসান
- আলাউদ্দিন হুসেন শাহের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন তার পুত্র নুসরত শাহ।
- গৌড়ে বড় সোনা মসজিদ নির্মাণ করেন নুসরত শাহ।
- নুসরত শাহের পর বাংলার সুলতান হন পুত্র আলাউদ্দিন ফিরোজ শাহ।
- আফগান নেতা শের শাহ শূরের আক্রমণের কারনে বাংলার স্বাধীন সুলতানী যুগের আমরা অবসান ঘটে। আক্রমণের ফলে বাংলায় ২০০ বছরের স্বাধীন সুলতানি যুগের অবসান হয়।
- বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন আলাউদ্দিন হুসেন শাহের সহসর গিয়াসউদ্দিন মাহমুদ।