জহিরউদ্দিন মুহম্মদ বাবর (১৫২৬-১৫৩০)
- ১৫২৬ সালে ইব্রাহিম লোদীর সাথে সংঘটিত পানিপথের প্রথম যুদ্ধে বিজয়ের মাধ্যমে সম্রাট বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন।
- 'বাবর' শব্দের অর্থ সিংহ। সম্রাট বাবর পিতার দিক থেকে তৈমুর লং এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর।
- মুঘলরা এদেশের অধিবাসী ছিলেন না। মঙ্গোলিয়া থেকে চলে এসে মধ্য এশিয়ার পশ্চিম অঞ্চলে বসবাস করার সময় থেকে তারা মুঘল নামে অভিহিত হন।
- বাবরের আত্মজীবনী গ্রন্থ বাবরনামা (তুযুক-ই-বাবরী)। তিনিই মুঘল সম্রাটদের মধ্যে ১ম যিনি আত্মজীবনী লিখেছেন।
- সম্রাট বাবর উত্তর প্রদেশের অযোধ্যাতে বাবরী মসজিদ নির্মাণ করেন যা উগ্রবাদী হিন্দুরা ৬ ডিসেম্বর ১৯৯২ সালে ধ্বংস করে।