আওরঙ্গজেব (আলমগীর) (১৬৫৮-১৭০৭)
- ২১ জুলাই ১৬৫৮ খ্রিস্টাব্দে আওরঙ্গজেব সিংহাসনে আরোহণ করেন।
- ভ্রাতৃযুদ্ধে জাহানআরা দারাশিকোর পক্ষ এবং রওশন সমর্থন করে আওরঙ্গজেবের পক্ষ।
- সম্রাট শাহজাহান তার পুত্র আওরঙ্গজেবকে যোগ্যতার স্বীকৃতিস্বরূপ 'আলমগীর' নামক তরবারি প্রদান করেন।
- তাঁকে জিন্দাপীর বলা হত।