বাংলার বারোভূঁইয়াদের শাসন

বাংলার বারোভূঁইয়াদের শাসন

  • বাংলার বড় বড় জমিদারগণ মুঘলদের অধীনতা মেনে নেয়নি। বাংলার ইতিহাসে এ জমিদারগণ 'বারোভূঁইয়া' নামে পরিচিত।
  • বার কোনো নির্দিষ্ট সংখ্যা নয়, অনির্দিষ্ট সংখ্যক জমিদার বোঝাতে বার কথাটি ব্যবহার করা হয়।
  • দিল্লির সম্রাট আকবরের সময় বাংলায় বার ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে।
  • প্রথম দিকে বারোভূঁইয়াদের নেতা ছিলেন ঈসা খান।
  • হুসেন শাহি বংশের অবসান হলে ঈসা খানের পিতা সোলায়মান খান সোনারগাঁও অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেন।
  • বার ভূঁইয়াদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন ঈসা খান। ঈসা খান বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও-এর পত্তন করেন।
  • ঈসা খান মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে 'মসনদ-ই-আলা' উপাধি ধারণ করেন। বার ভূঁইয়াদের নেতা ঈসা খান ১৫৯৭ সালে মুঘলদের বশ্যতা মেনে নেন।
  • সম্রাট জাহাঙ্গীরের সময়ে বার ভূঁইয়াদের বসে আনা হয়। মুসা খানের নেতৃত্বাধীন জমিদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলায় বার ভূঁইয়াদের শাসনের অবসান ঘটে।
  • বারো ভূঁইয়া প্রতাপাদিত্যকে তুলনা করা হয় রাজা প্রতাপ সিংহের সাথে।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী