বাংলায় মুঘল শাসন
বাংলায় মুঘল শাসন
- বারো ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে মুঘল সম্রাট আকবরের সময়।
- সম্রাট আকবর বারোভূঁইয়াদের দমনে সেনাপতি মানসিংহ সহ ৪ জন সুবাদারকে বাংলায় প্রেরণ করেন।
- সুবাদারগণ বারোভূঁইয়াদের নেতা ইসা খানকে পরাস্ত করতে পারেনি।
- ১৫৯৯ সালে ইসা খাঁ পরলোকগমন করলে পুত্র মুসা খান বারো ভূঁইয়াদের নেতা হন।
- সম্রাট আকবরের মৃত্যুর পরে পুত্র জাহাঙ্গীর দিল্লির সিংহাসনে বসেন। জাহাঙ্গীর ১৬০৮ সালে ইসলাম খানকে বাংলার সুবাদার নিযুক্ত করেন।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী