নবাব মুর্শিদকুলি খান (১৭১৭-২৭ খ্রি.)
- আওরঙ্গজেবের মৃত্যুর পর দুর্বল মুঘল সম্রাটদের আমলে ভারতের বিভিন্ন অঞ্চলের সুবাদারগণ অনেকটা স্বাধীন হয়ে পড়েন।
- মুর্শিদকুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব।
- মুঘল সম্রাট ফররুখশিয়ার ১৭০০ সালে মুর্শিদকুলি খানকে বাংলার সুবাদার করেন।
- মুর্শিদকুলি খান রাজস্ব সংস্কার ও ভূমি জরিপ করে রায়তদের সামর্থ অনুযায়ী রাজস্ব নির্ধারণ করেছিলেন।
- মুর্শিদকুলি খান সম্রাটকে নামে মাত্র বার্ষিক রাজস্ব পাঠাতেন।
- মুর্শিদকুলি খান ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করেন।