বিখ্যাত নাটক
নাট্যকার | নাটকের নাম |
তারাচরণ শিকদার | ভদ্রার্জুন (১৮৫২): এটি বাঙালি কর্তৃক বাংলা ভাষায় রচিত প্রথম নাটক। |
যোগেন্দ্রচন্দ্র গুপ্ত | কীর্তিবিলাস (১৮৫২): বাংলা নাট্যসাহিত্যে প্রথম ট্রাজেডি নাটক। |
রামনারায়ণ তর্করত্ন | কুলীনকুল সর্বস্ব (১৮৫৪): এটি কৌলিন্য প্রথা অবলম্বনে রচিত। বেণী সংহার, যেমন কর্ম তেমন ফল (প্রহসন), উভয়সঙ্কট (প্রহসন)। |
মাইকেল মধুসূদন দত্ত | শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন। |
গিরিশচন্দ্র ঘোষ | প্রফুল্ল (১৮৮৯): লেখকের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগান্তক নাটক। সীতার বনবাস, সীতাহরণ, সিরাজদ্দৌলা। |
দীনবন্ধু মিত্র | নীলদর্পণ: এটি ঢাকার বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। কমলে কামিনী, জামাই বারিক, নবীন তপস্বিনী, লীলাবতী। |
দ্বিজেন্দ্রলাল রায় | ঐতিহাসিক নাটক: সাজাহান, নুরজাহান, প্রতাপসিংহ, দুর্গাদাস, মেবারপতন, তারাবাঈ, তাপসী। রোমান্টিক ও পৌরাণিক নাটক: সিংহলবিজয়, সীতা, ভীষ্ম, সোহরাব-রুস্তম, চন্দ্রগুপ্ত। কাব্যনাট্য: পাষাণী। সামাজিক নাটক: পরপারে, বঙ্গনারী, কল্কি অবতার, বিরহ, প্রায়শ্চিত্ত, আনন্দ বিদায়। |
রবীন্দ্রনাথ ঠাকুর | বাল্মীকি প্রতিভা: প্রথম প্রকাশিত নাটক। অধিকাংশের মতে, রুদ্রচণ্ড। রূপক ও সাংকেতিক নাটক: ডাকঘর, কালের যাত্রা, তাসের দেশ, প্রকৃতির প্রতিশোধ, রাজা ও রানী, অচলায়তন, রক্তকরবী। নৃত্যনাট্য: চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, নটীর পূজা, শ্যামা। কাব্যনাট্য: প্রকৃতির প্রতিশোধ, মায়ার খেলা, বিদায় অভিশাপ। অন্যান্য নাটক: বিসর্জন, চিরকুমার সভা, বৈকুণ্ঠের খাতা, বসন্ত। |
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | ষোড়শী, বিজয়া, রমা। |
কাজী নজরুল ইসলাম | ঝিলিমিলি: এটি ৩টি নাটকের সংকলন এবং প্রথম নাট্যগ্রন্থ। <আলেয়া, মধুমালা, পুতুলের বিয়ে। |
সৈয়দ ওয়ালীউল্লাহ | উজানে মৃত্যু, বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ। |
মুনীর চৌধুরী | রক্তাক্ত প্রান্তর: এটি তাঁর রচিত প্রথম নাটক। কবর: ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত। মানুষ, দণ্ডকারণ্য, নষ্ট ছেলে, চিঠি, পলাশী ব্যারাক ও অন্যান্য। |
অমৃতলাল বসু | বিবাহ বিভ্রাট, চোরের উপর বাটপারি, ডিসমিস, কূপণের ধন (সবগুলোই প্রহসন)। |
সিকান্দার আবু জাফর | সিরাজ-উদ-দৌলা, মহাকবি আলাওল। |
মামুনুর রশীদ | গিনিপিগ, ওরা কদম আলী, ইবলিশ। |
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর | পুরুবিক্রম নাটক, কিঞ্চিত জলযোগ (প্রহসন)। |
আবদুল্লাহ আল মামুন | সুবচন নির্বাসনে, কোকিিলারা। |
হানিফ সংকেত | শোধ-বোধ। |
ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ | ছেঁড়াতার, পথিক। |
তুলসী লাহিড়ী | ওরে বিহঙ্গ। |
সাঈদ আহমদ | কালবেলা, তৃষ্ণায়। |
বিজন ভট্টাচার্য | নবান্ন। |
আনিস চৌধুরী | মানচিত্র, এ্যালবাম। |
জিয়া হায়দার | এলেবেলে। |
মমতাজ উদ্দিন আহমেদ | স্বাধীনতা আমার স্বাধীনতা। |
জোবেদা খানম | (উল্লেখ নেই) |
ইব্রাহীম খলিল | স্পেনবিজয়ী মুসা। |
শাহাদাৎ হোসেন | আনারকলি, মসনদের মোহ। |