পশ্চিম ইউরোপ

পশ্চিম ইউরোপ 

 

দেশ রাজধানীদেশ রাজধানী
যুক্তরাজ্যলন্ডনবেলজিয়ামব্রাসেলস
আয়ারল্যান্ডডাবলিনফ্রান্সপ্যারিস
নেদারল্যান্ডআমস্টারডামমোনাকোমোনাকো
লুক্সেমবার্গলুক্সেমবার্গ  

 

 

  • লুক্সেমবার্গ স্থলবেষ্টিত রাষ্ট্র।
  • দ্বীপরাষ্ট্র যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড আটলান্টিক মহাসাগরে অবস্থিত।

 

  •  আয়ারল্যান্ড একটি স্বাধীন দেশ কিন্তু উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্যের অংশ। ১৬০৩ সালে পুরো আয়ারল্যান্ডের উপর ব্রিটিশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সালে আয়ারল্যান্ড ব্রিটেনের অঙ্গরাজ্যে পরিণত হয়। ১৯২২ সালে আয়ারল্যান্ড স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেয় আইরিশ রিপাবলিকান আর্মি (IRA) নামের একটি গেরিলা সংগঠন। IRA এর প্রধান রাজনৈতিক শাখা সিন ফেইন। উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্যের সাথে রয়ে গেলেও এর জনগণ দু'ভাগে বিভক্ত হয়ে পড়ে। একপক্ষ স্বাধীনতার পক্ষে, অন্যপক্ষ যুক্তরাজ্যের সাথে থাকার ব্যাপারে আগ্রহী হয়। শুরু হয় সংঘাত। বেলফাস্ট চুক্তি (১৯৯৮ খ্রি.) এর মাধ্যমে উত্তর আয়ারল্যান্ডে শাস্তি প্রতিষ্ঠিত হয়।

 

  •  গ্রেট ব্রিটেন = ইংল্যান্ড+ স্কটল্যান্ড +ওয়েলস 

         যুক্তরাজ্য= ইংল্যান্ড+ স্কটল্যান্ড+ ওয়েলস+ উত্তর আয়ারল্যান্ড

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক