আন্তমহাদেশীয় রাষ্ট্র

আন্তর্মহাদেশীয় রাষ্ট্র (Transcontinental Countries)

 কিছু সংখ্যক দেশের ভূখণ্ড একাধিক মহাদেশে অবস্থিত। এদের আন্তর্মহাদেশীয় রাষ্ট্র বলে। যেমন-তুরস্ক, কাজাকিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, রাশিয়াকে ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়। মিশরের অধিকাংশ ভূখণ্ড আফ্রিকা মহাদেশের অন্তর্গত। মিশরের সবচেয়ে পূর্বে অবস্থিত ত্রিভুজাকৃতি সিনাই উপদ্বীপ এশিয়া মহাদেশে পড়েছে ।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক