ইতালিয়ান উপদ্বীপ (Italian Peninsula)
- ইতালিয়ান উপদ্বীপ ভূমধ্যসাগর অঞ্চলের একটি উপদ্বীপ। বিশ্ব মানচিত্রে ইতালিকে লম্বা জুতা (Long Shoe) এর মতো মনে হয়।
- সারা বিশ্বে মাত্র ৩টি দেশ (লেসোথো, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) আছে, যারা অপর একটি দেশ দ্বারা সম্পূর্ণরূপে পরিবেষ্টিত। এদেরকে ছিটমহল (Enclave) রাষ্ট্র বলে।
- যে দেশের অভ্যন্তরে এক বা একাধিক স্বাধীন দেশ অবস্থিত, তাকে ছিদ্রায়িত রাষ্ট্র (Perforated State) বলে। পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র ২টি। যথা- ইতালি ও দক্ষিণ আফ্রিকা।
- স্যানমেরিনো এবং ভ্যাটিকান সিটি নামক দুটি স্বাধীন রাষ্ট্র ইতালি দ্বারা পরিবেষ্টিত।