মহাদেশভিত্তিক সর্বোচ্চ পর্বতশৃঙ্গ

মহাদেশভিত্তিক সর্বোচ্চ পর্বতশৃঙ্গ

(১)মাউন্ট কোসিয়াস্কো অস্ট্রেলিয়ার মূলভূমির সর্বোচ্চ শৃঙ্গ।

  •  মাউন্ট এভারেস্ট (নেপালি নাম সাগরমাথা, তিব্বতি নাম চমোলাংমা, চীনা নাম কোমোলংমা ফেং) বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এই শৃঙ্গটি হিমালয় পর্বতমালায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা ৮৮৪৮.৮৬ মিটার         (২৯০৩১.৭ ফুট)। চীন ও নেপালের আন্তর্জাতিক সীমান্ত মাউন্ট এভারেস্টের শীর্ষবিন্দু দিয়ে গেছে।

 

পর্বতশৃঙ্গপর্বতশ্রেণিদেশমহাদেশ
মাউন্ট এভারেস্ট এভারেস্ট নেপাল-তিব্বত (চীন)এশিয়া
একান্তাওয়াআন্দিজআর্জেন্টিনাদক্ষিণ আমেরিকা
মাউন্ট ম্যাককিনলিআলাস্কাযুক্তরাষ্ট্রউত্তর আমেরিকা
কিলিমাঞ্জারো-তানজানিয়াআফ্রিকা
মাউন্ট এলবুর্জককেশাসরাশিয়াইউরোপ
মাউন্ট ভিনসনসেন্টিনেল এন্টার্কটিকা
পুঞ্জাক জায়া (১)সুদীরমান রেঞ্জপাপুয়া প্রদেশ, ইন্দোনেশিয়াওশেনিয়া
Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক