বিখ্যাত পর্বতশৃঙ্গ

বিখ্যাত পর্বতশৃঙ্গ

পর্বতশৃঙ্গদেশতথ্য কণিকা
গডউইন অস্টিন (K2)পাকিস্তান-চীনবিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কারাকোরাম পর্বতশ্রেণির অন্তর্গত।
কাঞ্চনজঙ্ঘানেপাল- ভারতবিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। মাউন্ট এভারেস্ট আবিষ্কারের পূর্বে (১৮৪৭-১৮৫২ খ্রি.) এটি সর্বোত শৃঙ্গ হিসেবে বিবেচিত হতো
ধবলগিরিনেপাল 
ফুজিয়ামাজাপানজাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
বেননেভিসযুক্তরাজ্যযুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
এডামস পিকশ্রীলঙ্কাহিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান ধর্মাবলম্বীদের তীর্থস্থান ।
তোরাবোরাআফগানিস্তান 
টাইগার হিলভারত (লাদাখ) 
কিনাবালুমালয়েশিয়ামালয়েশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ।
অলিভজেরুজালেম 
মাউন্ট পিকোপর্তুগালআটলান্টিক মহাসাগরের পিকো দ্বীপে অবস্থিত।
Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক