মহাসাগর
ভূ-পৃষ্ঠের ৭১% এলাকায় মহাসাগর বিস্তৃত। পৃথিবীতে পাঁচটি মহাসাগর রয়েছে। আয়তনের ক্রমানুসারে (বড় থেকে ছোট) মহাসাগরগুলো নিম্নরূপ:
১) প্রশান্ত মহাসাগর (Pacific Ocean): আকৃতি বৃহদাকার ত্রিভুজের মতো। গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ (গভীরতা ১১০০০ মিটার বা ৩৬১৯৯ ফুট)। এটি পৃথিবীর গভীরতম স্থান। বেরিং সাগর, জাভা সাগর, দক্ষিণ চীন সাগর, পীত সাগর (Yellow Sea) প্রভৃতি প্রশান্ত মহাসাগরের অংশ। পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ (Great Barrier Reef)। ২০০০ কিমি, দীর্ঘ এই প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে প্রশান্ত মহাসাগরের প্রবাল সাগরে (Coral Sea) অবস্থিত। এই বিখ্যাত সামুদ্রিক বিশ্ব ঐতিহ্যে ৪০০ প্রজাতির প্রবাল এবং ১৫০০ প্রজাতির মাছের আবাসস্থল রয়েছে।
২. আটলান্টিক মহাসাগর (Atlantic Ocean): পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। মহাসাগরের পশ্চিমে আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ। গভীরতম স্থান পোয়েতেরিকা ট্রেঞ্চ। বাল্টিক সাগর, ভূমধ্যসাগর, ক্যারিবীয় সাগর, মর্মর সাগর, Sargasso Sea, কৃষ্ণ সাগর (Black Sea), মেক্সিকো উপসাগর প্রভৃতি আটলান্টিক মহাসাগরের অংশ।
৩. ভারত মহাসাগর (Indian Ocean): গভীরতম স্থান সুন্দা ট্রেঞ্চ। আন্দামান সাগর, আরব সাগর, লোহিত সাগর (Red Sea), বঙ্গোপসাগর, পারস্য উপসাগর (Persian Gulf), এডেন উপসাগর প্রভৃতি ভারত মহাসাগরের অংশ।
৪. দক্ষিণ মহাসাগর (Antarctic Ocean/ Southern Ocean)
৫. উত্তর মহাসাগর (Arctic Ocean)