সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। ১৮৫৯ খ্রিষ্টাব্দে সুয়েজ খালের খনন কাজ শুরু হয়। এবং পুরো খননকাজে ১০ বছর সময় লাগে। ১৮৬৯ সালে এর খনন কাজ সমাপ্ত হলে খালটির উদ্বোধন করা হয়। খালটি খননের ফলে ভারতের সাথে ইউরোপের জলপথে দূরত্ব প্রায় ৭০০০ কি.মি. কমে আসে। সুয়েজ খালকে 'Highway to India' ला হয়। ফরাসি কূটনীতিক ফার্মিনান্দ দে লেসেন্স ছিলেন এই খাল খননের উদ্যোক্তা।