পারস্য উপসাগর

পারস্য উপসাগর (Persian Gulf)

  • পারস্য উপসাগরের তীরবর্তী রাষ্ট্রসমূহ হলো। বাহরাইন, ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। পারস্য উপসাগরীয় দেশসমূহের রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট উপসাগরীয় সহযোগিতা পরিষদ (Gulf Cooperation Council - GCC)। উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশ ৬টি। যথা- বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। ইরান উপসাগরীয় দেশ হলেও এ জোটের সদস্য নয়।
  • সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ দুবাইয়ের পারস্য উপসাগরের বুকে পাম গাছ আকৃতির তিনটি দ্বীপ (পাম জুমাইরা, পাম জেবেল আলী এবং পাম দেইরা) তৈরি করছেন। দ্বীপ তিনটি একত্রে পাম আইল্যান্ড নামে পরিচিত।
Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক