পারস্য উপসাগর (Persian Gulf)
- পারস্য উপসাগরের তীরবর্তী রাষ্ট্রসমূহ হলো। বাহরাইন, ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। পারস্য উপসাগরীয় দেশসমূহের রাজনৈতিক এবং অর্থনৈতিক জোট উপসাগরীয় সহযোগিতা পরিষদ (Gulf Cooperation Council - GCC)। উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশ ৬টি। যথা- বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। ইরান উপসাগরীয় দেশ হলেও এ জোটের সদস্য নয়।
- সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ দুবাইয়ের পারস্য উপসাগরের বুকে পাম গাছ আকৃতির তিনটি দ্বীপ (পাম জুমাইরা, পাম জেবেল আলী এবং পাম দেইরা) তৈরি করছেন। দ্বীপ তিনটি একত্রে পাম আইল্যান্ড নামে পরিচিত।