হরমুজ প্রণালি ও বাব এল মান্দেব প্রণালি

হরমুজ প্রণালি ও বাব এল মান্দেব প্রণালি

প্রণালিসংযুক্ত করেছেপৃথক করেছে
হরমুজ প্রণালিপারস্য উপসাগর+ ওমান উপসাগরসংযুক্ত আরব আমিরাত- ইরান
বাব-এল-মানদেবএডেন উপসাগর / আরব সাগর
+ লোহিত সাগর
এশিয়া (ইয়েমেন)- আফ্রিকা (জিবুতি ও ইরিত্রিয়া)

 

  • পারস্য উপসাগরের আবু মুসা দ্বীপ নিয়ে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ রয়েছে।

 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক