পর্তুগিজ আবিষ্কার
ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিষ্কার (ইনসেটে ভাস্কো ডা গামা)
১৪৮৭ সালে পর্তুগিজ নাবিক বার্থালমু ডিয়াজ আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ (Capc of Good Hope) পর্যন্ত পৌছাতে সক্ষম হন। এর মাধ্যমে ইউরোপ হতে সমুদ্রপথে পূর্বদিকে যাওয়ার জলপথ আবিষ্কৃত হয়। ১৪৯০ খ্রিষ্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো-ডা-গামা এক অভিযানে বের হন। ডিয়াজের পথ ধরে তিনি উওরমাশা অন্তরীপ আমিতক্রম করে পূর্ব আফ্রিকার কেনিয়ায় পৌঁছেন। এখানে এক আরব নাবিক তাঁকে ভারত মহাসাগর অতিক্রম করে ভারতে পৌঁছাতে সহায়তা করেন। ১৪৯৮ সালের মে মাসে ভাস্কো-ডা-গামা ভারতের কালিকটে পদার্পণ করেন। আবিষ্কৃত হয় ইউরোপ হতে ভারতে আসার জলপথ।