ব্রিটেনের আবিষ্কার

ব্রিটেনের আবিষ্কার

ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর ক্যান্টেন জেমস কুক ১৭৭০ খ্রিষ্টাব্দে অস্ট্রেলিয়ার সিডনির বোটানি উপসাগর (Botany Bay) এ অবতরণ করেন। তিনিই প্রথম ইউরোপীয় হিসেবে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে অবতরণ করেন।

অস্ট্রেলিয়া মহাদেশ আবিষ্কার ( ইনসেটে ব্রিটিশ নাবিক জেমস কুক) ।

মধ্যযুগের মানুষের ধারণা ছিল যে, পৃথিবী ভূমধ্যসাগরকেন্দ্রিক। এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশ নিয়েই হলো পৃথিবী। ষোড়শ শতাব্দীতে ইউরোপের নেতৃত্বে ভৌগোলিক আবিষ্কারের ফলে পৃথিবীর চেহারাটাই পালটে গেলো। এই আবিষ্কারের ফলে ইউরোপীয় ক্ষমতা ও নিয়ন্ত্রণের অধীন হয়ে পড়ল সারা পৃথিবী। পশ্চিম ইউরোপের দেশগুলি নব আবিষ্কৃত অঞ্চলসমূহ দখল করে তাদের উপনিবেশ স্থাপন করে ।

 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক