লাতিন ভাষা
লাতিন ভাষা ভ্যাটিকান সিটির সরকারি ভাষা। লাতিন ভাষা থেকে উদ্ভত রোমানস ভাষাভাষী উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশসমূহ সম্মিলিতভাবে লাতিন আমেরিকা নামে পরিচিত। রোমানস ভাষাসমূহ বলতে মূলত স্প্যানিস, পর্তুগিজ ও ফ্রেঞ্চ ভাষাকে বোঝায়। লাতিন আমেরিকার দেশ ২০টি। যথা-
লাতিন ভাষা | লাতিন আমেরিকার দেশ |
স্প্যানিস | আর্জেন্টিনা, মেক্সিকো, ইকুয়েডর, চিলি, বলিভিয়া, প্যারাগুয়ে, কিউবা, কলম্বিয়া, উরুগুয়ে, নিকারাগুয়া, এল সালভেদর, ডোমিনিকান প্রজাতন্ত্র, পেরু, হন্ডুরাস, গুয়েতেমালা, কোস্টারিকা, ভেনিজুয়েলা এবং পানামা। |
পর্তুগিজ | ব্রাজিল |
ফ্রেঞ্চ | হাইতি |