ফরাসি বিপ্লব ও নেপোলিয়ন বোনাপার্ট ((French Revolution & Napoleon Bonaparte))
ফরাসি বিপ্লব (১৭৮৯ - ১৭৯৯ খ্রি.)
রাজনৈতিক পটভূমিঃ স্বেচ্ছাচারী রাজতন্ত্র ছিল ফ্রান্সের বিপ্লব- পূর্ববর্তী রাজনৈতিক অবস্থার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। রাজা ষোড়শ লুই অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দেন।
আর্থ-সামজিক পটভূমি: বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সমাজ-ব্যবস্থাও ছিল বৈষম্যপূর্ণ। এ বৈষম্য শিক্ষিত মধ্যবিত্তদের মনে দারুণ অসন্তোষ সৃষ্টি করে। কৃষকদের মধ্যেও অভিজাতদের সুযোগ-সুবিধার বিরুদ্ধে ক্ষোভ ছিল।
বুদ্ধিবৃত্তিক পটভূমিঃ আঠারো শতকের ফ্রান্সে একদল দার্শনিক ও চিন্তানায়কের আবির্ভাব ঘটে। এরা তাদের লেখনীর মাধ্যমে প্রচলিত রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার ত্রুটি- বিচ্যুতি মানুষের কাছে তুলে ধরেন। এসব লেখকের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন ভলতেয়ার, মন্টেস্কু এবং রুশো।
ঘটনাপ্রবাহ
১৭৮৯ ১৪ জুলাই প্যারিসের বাস্তিল দুর্গের পতন হয়। দুর্গটি ছিল স্বেচ্ছাচারী রাজতন্ত্রের প্রতীক। কেউ রাজশাসনের সমালোচনা করলে তাকে গ্রেফতার করা হতো এবং বিনা বিচারে অনির্দিষ্টকাল বাস্তিলের জেলখানায় যো এককালে একটি দুর্গ ছিল) আটক রাখা হতো। ফ্রান্সের ভার্সাই শহরে 'Jacobin Club' যাত্রা শুরু "করে। প্রতিষ্ঠাতা ছিলেন ম্যাক্সিমিলান রোবসপীয়র।
১৭৯০ Cordeliers Club এর উদ্ভব হয়। ধীরে ধীরে ক্লাবগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে।
১৭৯২ রাজা ষোড়শ লুইকে পদচ্যুত করা হয়। রাজতন্ত্র বিলোপ করা হয় ।
১৭৯৪ ষোড়শ লুইকে গিলোটিনে শিরশ্ছেদ করা হলে দেশে বিদেশে ফ্রান্সের শত্রু বৃদ্ধি পায়। এ পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির জিরোনডিস্ট ও জ্যাকোবিন সদস্যদের মধ্যে তিক্ততার সম্পর্ক সৃষ্টি হলে জ্যাকোবিনরা জিরোনডিস্টদের হত্যা করে। রোবসপিয়ার, দান্তে ও মারাটের নেতৃত্বে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব (Reign of Terror) প্রতিষ্ঠিত হয়।
১৭৯৪ সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে। রোবসপীয়রকে গিলোটিনে শিরশ্ছেদ করা হয়।
১৭৯৯ নেপোলিয়ন ফরাসি প্রজাতন্ত্রের 'প্রথম কনস্যুল' হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। নেপোলিয়নকে 'ফরাসি বিপ্লবের শিশু' বলা হয় ।
ফরাসি বিপ্লবের সূত্র ধরে ফ্রান্সে জাতীয়তাবাদ আর্বিভূত হয়। এ বিপ্লব ইউরোপের পুরাতন সমাজ ও শাসন ব্যবস্থা ভেঙ্গে দেয় এবং এক নতুন যুগের সূচনা করে।