ভিয়েনা কংগ্রেস

ভিয়েনা কংগ্রোস (১৮১৫ খ্রি.)ঃ

 সম্রাট নেপোলিয়নের সাম্রাজ্যবাদী নীতি  সমগ্র ইউরোপ গ্রাস করতে উদ্যত হয়েছিল। ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হলে নেপোলিয়নকে দক্ষিন আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। ওয়াটার লু'র যুদ্ধের দুই সপ্তাহ পর সুইস আর্মি ফ্রান্সে আগ্রাসন চালায়। এ অবস্থায় ইউরোপে যে বিশৃংখল পরিস্থিতি বিরাজ করছিল তা থেকে উত্তরণ এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য বিজয়ী মিত্র শক্তিবর্গ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক সম্মেলন আহহ্বান করেন। ইউরোপীয় এ সম্মেলন ভিয়েনা সম্মেলন নামে খ্যাত। ১৮১৫ সালের পর থেকে সুইজারল্যান্ড অদ্যবধি অন্য কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করেনি। আন্তর্জাতিক ক্ষেত্রে সুইজারল্যান্ডকে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক